Country

1 year ago

Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দেশজুড়ে ছুটি? জেনে নিন বিস্তারিত

Ram Mandir Inauguration
Ram Mandir Inauguration

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামমন্দির উদ্বোধনের দিন কি দেশজুড়ে ছুটি ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার? এমনই জল্পনা ছড়ালো সোমবার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকার ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। এছাড়াও আরও কিছু BJP শাসিত রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। তারই মাঝে জল্পনা উঠছে ওই দিন দেশ জুড়ে ছুটি ঘোষণা করা হতে পারে। যদিও কেন্দ্রের তরফে কিছুই জানানো হয়নি এবিষয়ে।

কী কী কর্মসূচি রয়েছে?

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন দেশজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে BJP । জানা গিয়েছে, প্রতিটি বুথে বুথে উদ্বোধনী অনুষ্ঠান সরাসারি দেখানো হবে। এমনকি লখনউ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন রাজ্যে ড্রাই ডে?

উত্তরপ্রদেশ ছাড়াও রাজস্থান, অসম, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে ওই দিন। আরও কয়েকটি রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। যদিও দেশ জুড়ে ছুটি দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

You might also like!