Country

1 year ago

Tamil Nadu: তামিলনাড়ুর থিরুপাত্তুর জেলায় গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত পাঁচ

Five dead in Tamil Nadu's Thirupattur district when a bus collided with a car
Five dead in Tamil Nadu's Thirupattur district when a bus collided with a car

 

থিরুপাত্তুর, ১১ নভেম্বর  : তামিলনাড়ুর থিরুপাত্তুর জেলায় গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন পুলিশ জানিয়েছে, থিরুপাত্তুর জেলার ভানিয়াম্বাদির কাছে সরকারি বাস এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষে দুই চালক সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আহত ব্যক্তিদের দ্রুত ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে। তামিলনাড়ুর ভানিয়ামবাদি পুলিশ আরও জানিয়েছে, তারা এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেত্তিয়ানুর সেতুতে তামিলনাড়ু একটি সরকারি বাস বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আসছিল এদিকে চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী একটি গাড়ি উল্টোদিক দিয়ে আসলে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা দিলে দুই চালক সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

You might also like!