নুহ, ৩ অক্টোবর : হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচারে ফের বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার হরিয়ানার নুহ-তে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ভালোবাসা ও ঐক্যের কথা বলে, বিজেপি ঘৃণা ছড়িয়ে দেশ ভাঙার চেষ্টা করে। রাহুল গান্ধী বলেছেন, "আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রা করেছি, যেখানেই বিজেপি 'নফরত কা বাজার' খুলেছে আমরা 'মোহাব্বত কি দুকান' খুলেছি।"
রাহুল গান্ধী আরও যোগ করেছেন, "আমরা ভালবাসা এবং ঐক্যের কথা বলি, তাঁরা ঘৃণা ছড়ায় এবং দেশ ভাঙার চেষ্টা করে। বিজেপি সংবিধানকে ধ্বংস করছে, কংগ্রেস একটি আদর্শিক যুদ্ধ করছে। একদিকে সংবিধান ধ্বংসের মতাদর্শ, অন্যদিকে সংবিধানের আদর্শ।" রাহুল আরও বলেছেন, "হরিয়ানার যুবকরা আমেরিকায় চাকরি পাবেন, কিন্তু এখানে চাকরি পাবেনা না। নরেন্দ্র মোদী বড় বড় কথা বলেন, কিন্তু হরিয়ানা কীভাবে বেকারত্বে এক নম্বরে পৌঁছেছেন তা বলেন না। নরেন্দ্র মোদী কোটিপতিদের সরকার চালাচ্ছেন। তাঁরা কোটিপতিদের ঋণ মকুব করে, কিন্তু দরিদ্র ও কৃষকদের ঋণ মকুব করে না।"