Country

7 months ago

Monsoon expectation in mumbai:পরিস্থিতি অনুকূল, ৯-১০ জুনের মধ্যেই মুম্বইয়ে বর্ষা আগমণের সম্ভাবনা

Monsoon expectation in mumbai
Monsoon expectation in mumbai

 

মুম্বই, ৭ জুন : পরিস্থিতি একেবারেই অনুকূল, আর এই অনুকূল পরিস্থিতির কারণেই ৯-১০ জুনের মধ্যেই মুম্বইয়ে বর্ষা আগমণের সম্ভাবনা প্রবল। শুক্রবার এমনটাই জানিয়েছে মুম্বই আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে মহারাষ্ট্রের রত্নাগিরি ও সোলাপুরেও অগ্রসর হয়েছে বর্ষা। আগামী ৪ দিন মহারাষ্ট্রে বর্ষার অগ্রগতির জন্য বেশ অনুকূল।

মহারাষ্ট্রে বর্ষা ঢুকেছে ৬ জুন, দক্ষিণ কোঙ্কন অঞ্চল হয়ে, শুক্রবার সকালে মহারাষ্ট্রের রত্নাগিরি ও সোলাপুরেও অগ্রসর হয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন মহারাষ্ট্রে বর্ষার অগ্রগতির জন্য বেশ অনুকূল। ৯-১০ জুনের মধ্যে মুম্বইয়ে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে।

You might also like!