Country

4 months ago

EM Dharmanarayanবিটিআর-এ পর্যটক টানতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন বিটিসি কর্তৃপক্ষ : ইএম ধর্মনারায়ণ

EM Dharmanarayan
EM Dharmanarayan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিটিআর (বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন)-এ পৰ্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় উদ্ভিদ, প্রাণীজগত পর্যটকদের আকর্ষণ করতে যথেষ্ট। এছাড়া বেশ কয়েকটি জাতীয় উদ্যানেরও সম্ভাবনা রয়েছে বিটিআর-এ। পর্যটন মানচিত্রে বিটিআর-এর স্থান অঙ্কিত করতে এবং পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্ৰে আরও সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ বিটিসি। বলেছেন বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)–এর পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ (কার্যনির্বাহী সদস্য বা ইএম) ধর্মনারায়ণ দাস।

 কোকরাঝাড়ে অবস্থিত ট্যুরিজম সিএইচডি-র কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হোয়াইট-ওয়াটার রিভার রাফটিং গাইড এবং সেফটি ট্রেনিং প্রোগ্রাম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা পেশ করছিলেন ধর্মনারায়ণ। তিনি বলেন, বিটিআর-এর অসংখ্য রোমাঞ্চকর স্থল রয়েছে, যেখানে প্যারাগ্লাইডিং এবং ওয়াটার রাফটিং-এর মতো কার্যক্রম পর্যটনকে সমৃদ্ধ করতে পারে। তিনি বগামটিতে ওয়াটার রাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের বিদ্যমান সুবিধার কথাও তাঁর বক্তব্যে টেনে এনেছেন।

প্ৰসঙ্গত কচুগাঁওয়ের রাইমনা জাতীয় উদ্যানের সংকোশ নদীতে হোয়াইট-ওয়াটার রিভার রাফটিং গাইড এবং সেফটি ট্রেনিং প্রোগ্রাম গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু করেছিল বিটিসির পর্যটন বিভাগ। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ছিল কর্মসূচির শেষ দিন। কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে ইএম ধর্মনারায়ণ দাস এবং অন্যান্য অতিথিবর্গ ১৫ জন প্রশিক্ষার্থীকে শংসাপত্র বিতরণ করেছেন।

বিটিসি-প্রধান প্রমোদ বড়োর অন্যতম দৃষ্টিভঙ্গির অঙ্গস্বরূপ এই প্রচেষ্টা পর্যটন ক্ষেত্রে বিটিআরকে আরও উন্নীত করতে এবং এতদঞ্চলের যুবকদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

বিটিসি ট্যুরিজম-এর সিএইচডি জয়ন্তকুমার শর্মা সঞ্চালিত আজকের অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন বিটিসি-র যুগ্মসচিব পামি ব্রহ্ম, অসমের রাফটিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ হুসেন এবং উত্তরাখণ্ডের রাফটিং প্রশিক্ষক হরিশ নেগি।

You might also like!