নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক শুভেচ্ছা জানালেন বিজেপি নেতৃবৃন্দ। মঙ্গলবার ৭৪ বছরে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি নেতৃবর্গ প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, প্রিয় নেতাকে "দূরদৃষ্টি সম্পন্ন নেতা" আখ্যা দিয়েছেন সকলে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সকলেই প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।
মঙ্গলবার সকালে গান্ধীনগরের রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।