Country

8 months ago

Anupam and Anil cast vote: ভোট দিলেন অনুপম ও অনিল, গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে খুশি দুই অভিনেতা

Anupam and Anil cast vote (File Picture)
Anupam and Anil cast vote (File Picture)

 

মুম্বই, ২০ মে: গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা অনুপম খের ও অনিল কাপুর। সোমবার মুম্বইয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন অনুপম খের ও অনিল কাপুর। ভোট দেওয়ার পর অনুপম খের বলেছেন, "আজ গণতন্ত্রের উৎসব। আমাদের উচিত বাইরে বেরিয়ে এসে, আগামী ৫ বছরের জন্য সরকার নির্বাচিত করার জন্য ভোট দেওয়া।"

অভিনেতা অনিল কাপুর ভোট দেওয়ার পর বলেছেন, "আমি নিজের ভোট দিয়েছি। সমস্ত নাগরিকের উচিত নিজেদের ভোট দেওয়া।" মিউজিশিয়ান বিশাল দাদলানি এদিন ভোট দেওয়ার পর বলেছেন, "মুম্বই হল দেশের আর্থিক রাজধানী। মুম্বাইকারদের দায়িত্ব হল বাইরে এসে দেশের বাকি অংশকে পথ দেখানো। যারা আপনার জন্য কাজ করেছেন, তাদের ভোট দেওয়ার এটাই আমাদের সুযোগ। আমি সবাইকে বাইরে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।"


You might also like!