Country

4 months ago

Rajasthan:রেললাইনে ৭০ কেজির সিমেন্টের চাঁই, রাজস্থানে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

A train carrying 70 kg of cement on the railway line escaped an accident in Rajasthan
A train carrying 70 kg of cement on the railway line escaped an accident in Rajasthan

 

আজমের, ১০ সেপ্টেম্বর : আজমেরের ফুলেরা-আহমেদাবাদ রুটে দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি ট্রেন। মঙ্গলবার জানা গেছে, সারধনা এবং বাঙ্গার গ্রাম স্টেশনের মাঝে রেললাইনে ৭০ কেজির একটি সিমেন্টের চাঁই রাখা ছিল। কিন্তু চালকের তৎপরতায় এড়ানো যায় বড়সড়় দুর্ঘটনা।

রেল সূত্রে জানা গেছে, রেললাইনে একটি বড় সিমেন্টের চাঁই দেখতে পেয়ে ট্রেনের ধাক্কায় ওই সিমেন্টের চাঁইকে ভেঙে দেন চালক। ডিএফসিসি ও আরপিএফের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি বলে খবর।

You might also like!