Country

1 week ago

Haryana: পেশায় পুলিশ কনস্টেবল, লক্ষাধিক গাছ লাগিয়ে সবুজায়ন লক্ষ্য হরিয়ানার ট্রি ম্যানের

A police constable by profession, Haryana's tree man aims to green by planting lakhs of trees
A police constable by profession, Haryana's tree man aims to green by planting lakhs of trees

 

চন্ডীগড়, ১৪ জুন: পেশায় তিনি পুলিশ, লক্ষ্য ধরিত্রীর সবুজায়ন। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষাধিক বৃক্ষরোপণ করেছেন হরিয়ানার ট্রি ম্যান। পেশায় পুলিশ কনস্টেবল দেবেন্দর সুরা ''ট্রি ম্যান অফ হরিয়ানা'' হিসেবেই পরিচিত। বসুন্ধরাকে সবুজ করে তোলার প্রয়াসে দিন-রাত কাজ করে চলেছেন তিনি।

শুধুমাত্র হরিয়ানার সোনিপতে লক্ষাধিক গাছ লাগিয়েছেন তিনি, বাহবা কুড়িয়েছেন অসংখ্য মানুষের। শুক্রবার ''ট্রি ম্যান অফ হরিয়ানা'' নিজের মুখেই বলেছেন, "আমি মনে করি, যদি একটি শহরকে পরিকল্পনামাফিক সবুজ করা যায়, তাহলে একই পরিকল্পনার মাধ্যমে সমগ্র দেশকে সবুজ করা যেতে পারে... এই অনুপ্রেরণা নিয়ে আমি হরিয়ানার সোনিপত থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি... আমি ২০১২ সালে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি।"

You might also like!