লখনউ, ১১ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে ১০০টি চার্টার্ড বিমান। ওই দিনই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। বৃহস্পতিবার অযোধ্যা থেকে আহমেদাবাদ পর্যন্ত বিমান যাত্রার শুভসূচনা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।
পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "উত্তর প্রদেশকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ। গত ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করা হয়েছিল।" যোগী বলেছেন, "রাম মন্দিরের ''প্রাণ প্রতিষ্ঠা'' অনুষ্ঠানে যোগ দিতে ২২ জানুয়ারি প্রায় ১০০টি চার্টার্ড বিমান অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে। এটি আমাদের অযোধ্যা বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করার সুযোগও প্রদান করবে।"