Technology

6 months ago

Samsung : Samsung Galaxy A25 5G ও Galaxy A15 5G ভারতে লঞ্চ হল,জেনে নিন স্পেসিফিকেশন

Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G
Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Samsung প্রতিশ্রুতি মতো আজ  ভারতে Galaxy A25 এবং Galaxy A15 5G স্মার্টফোন লঞ্চ করলো। Galaxy A-সিরিজের অধীনে আগত এই হ্যান্ডসেট দুটি যথাক্রমে বিদ্যমান Galaxy A23 5G এবং Galaxy A14 5G -এর উত্তরসূরি হিসাবে এসেছে। বিশেষত্বের কথা বললে, উভয় ডিভাইসই sAMOLED ডিসপ্লে প্যানেল ও ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়া এগুলিতে – অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫ (OneUI 5) কাস্টম স্কিনের সাপোর্ট থেকে শুরু করে সিঙ্গেল টেক, অবজেক্ট ইরেজার, নক্স সিকিউরিটি, প্রাইভেট শেয়ার ইত্যাদি বিকল্পের সুবিধাও মিলবে। চলুন নয়া Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G ফোনের দাম 

ভারতে এই মিড বাজেট ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোনটির 8GB RAM + 128GB মডেল 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই ফোনের 8GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে 22,499 টাকা।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই মিড বাজেট 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 800 নিটস পীক ব্রাইটনেস এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: অপ্বের ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Samsung Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআইতে কাজ করে। কোম্পানি এই ফোনে আগামী দিনেও সিকিউরিটি ও অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে জানিয়েছে।


You might also like!