দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে জমে উঠেছে ইলেকট্রিক স্কুটির বাজার। প্রতি মাসে কিছু না কিছু নতুন স্কুটি লঞ্চ হচ্ছে। এদিন সেরকমই একটি ইলেকট্রিক স্কুটি লঞ্চ হয়েছে ভারতে। এটির নাম BGauss RUV 350। এটির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে - RUV 350i, RUV 350 EX এবং RUV 350 Max। তিন ভ্যারিয়েন্টে আলাদা আলাদা স্পেসিফিকেশন পাওয়া যাবে। স্কুটির দাম শুরু 1.10 লাখ টাকা থেকে।
BGauss RUV 350 ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে
BGauss RUV 350 সংস্থার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার হিসেবে এসেছে। এটি কিছুটা BGauss D15 Pro-এর মতো দেখতে। স্কুটারটিতে শক্তির উৎস হিসেবে দেওয়া হয়েছে একটি ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম এলএফপি ব্যাটারি। ৩.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ১৬৫ এনএম টর্ক উৎপন্ন হবে। প্রতি ঘন্টায় এটি ৭৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। ফুল চার্জে ১২০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। তবে RUV 350i ও RUV 350 EX থেকে ৯০ কিলোমিটার রেঞ্জ মিলবে।
BGauss RUV 350-এর ব্যাটারির সাথে একটি ৫০০ ওয়াট চার্জার দেওয়া হচ্ছে। এর দ্বারা ০-৮০% চার্জ ৫ ঘণ্টায় হয়ে যাবে। ১৬ ইঞ্চি বৃহৎ অ্যালয় হুইলে ছুটবে এই স্কুটি। যে কারণে রাস্তায় আরও ভালো গ্রিপ পাবে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে রয়েছে মাইক্রো অ্যালয় টিউবুলার ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার। ব্রেকিংয়ের জন্য উভয় চাকায় ড্রাম ব্রেক বর্তমান।উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে BGauss RUV 350-এ রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট ও রাইড স্ট্যাট। এছাড়া উপস্থিত ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, হিল হোল্ড এবং রি-জেনারেটিভ ব্রেকিং। তবে বেস ভ্যারিয়েন্টে এই ফিচারগুলি মিলবে না। বদলে পাওয়া যাবে সাধারণ এলসিডি ডিসপ্লে। Ola S1, Ather 450S, Ather Rizta ও TVS iQube-এর সাথে টক্কর নেবে মডেলটি।