কলকাতা, ৪ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনই পড়ছে না শীত। নভেম্বরের মাঝামাঝিতে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় শীত অনুভূত হতে পারে। তবে, আগামী কিছু দিন রাতের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ৫ ও ৬ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে আবহাওয়া।
ইতিমধ্যেই গ্রাম বাংলায় রাতের দিকে হালকা ঠান্ডাও মালুম হচ্ছে। তবুও পাখা চালাতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমবে, মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে সর্বত্র। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।