কলকাতা, ১৯ মে : সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাস প্রসঙ্গে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বের বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রের বহুদলীয় কূটনৈতিক মিশন থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে এসেছে, এই বিষয়ে সোমবার অভিষেককে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমি জানি না আপনারা কোথা থেকে এই তথ্য পেয়েছেন। আমি স্পষ্ট করে বলছি, দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। কোনও প্রতিনিধিদলের যাওয়া নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের দলের কোন সদস্য প্রতিনিধিদলের সঙ্গে যাবেন তা আমার দলের সিদ্ধান্ত। কেন্দ্র অথবা কেন্দ্রীয় সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে কে কোন দল থেকে যাবে। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, কংগ্রেস, এএপি এবং সমাজবাদী পার্টির কোন সদস্য প্রতিনিধিদলের সঙ্গে যাবেন তা দল নিজেই সিদ্ধান্ত নেবে।"
অভিষেক আরও বলেছেন, "তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর বয়কট করছে না। আমরা কখনও অপারেশন সিঁদুর বয়কট করিনি। তৃণমূলই একমাত্র দল যারা এই বিষয়টি নিয়ে রাজনীতি করেনি। ক্ষমতাসীন সরকার, কিছু বিরোধী দল এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, এবং আমি এর নিন্দা জানাই। দেশের বিষয়ে রাজনীতির কোনও স্থান নেই।"