West Bengal

1 year ago

kabir suman:কবীর সুমনকে নেটনাগরিকদের নেতিবাচক বার্তা

Netizens' negative messages to Kabir Suman
Netizens' negative messages to Kabir Suman

 

কলকাতা, ৬ নভেম্বর : চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের একটি অনুষ্ঠানে এসেছিলেন কবীর সুমন। রবিবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে খোদ কবীর সুমন যে তিনি আবার যাচ্ছেন ঢাকায়।তার ভিত্তিতে একটি সংবাদ চ্যানেল খবরের শিরোনাম দিয়েছে, “উইকেন্ডে ব্যাগ গুছিয়ে বাংলাদেশের পথে কবীর“।

পোস্ট করার ১৩ ঘন্টা বাদে লাইক এসেছে ১ হাজার ৩০০ টি, মন্তব্য ১ হাজার ও শেয়ার ১৪ টি। অজস্র নেটনাগরিক খবরটিকে স্বাগত জানিয়ে লিখেছেন, শিল্পী আর না ফিরলেই ভাল। তাপস মিত্র লিখেছেন, “দয়া করে আর ফিরবেন না।” সৌমেন চক্রবর্তী লিখেছেন, “খুব ভাল খবর। আর কোনও দিন ফিরবেন না।” কমল মণ্ডল লিখেছেন, “এরপর আর ভারতে না ফিরলে ভাল।”

প্রবাল চন্দ্র মজুমদার লিখেছেন, “এটা তো দারুণ খবর। মা গো মা আপদ বিদায় হয়েছে। আর যেন না ফেরে এখানে। এবার গঙ্গার জল আর গোবর দিয়ে শুদ্ধ করতে হবে।” স্বপন রায় লিখেছেন, “যথোপযুক্ত স্থানে অধিষ্ঠিত হয়েছে৷ ভারতবর্ষের ভাগ্য ভালো৷” বাপ্পা সরকার লিখেছেন, “ভারত বেঁচে গেল এবার বাংলাদেশের পালা।”

বিকাশ শিকারি লিখেছেন, “২০২৩ সালের সব থেকে ভালো খবর।” ঝুলন সেন লিখেছেন, “খুব ভালো হয়েছে, আর কোনদিন দেশে না ফিরলে আরো ভালো।” অরিজিৎ ভট্টাচার্য লিখেছেন, “খুব বড় ক্ষতি হয়ে গেলো কলকাতার মানুষের..তবে আমরা চাই এরকম ক্ষতি আরো হোক।” অশোক কুমার মণ্ডল লিখেছেন, “খুব ভালো খবর আর আসার দরকার নেই।”

মোনালিসা মুখার্জি লিখেছেন, “খুব ভালো খবর,আর যেন ফিরে না আসে।” তন্ময় কুমার মুখার্জি লিখেছেন, “আরও আগে গেলেই ভালো হতো।” দীপঙ্কর সরকার লিখেছেন, “পিসির ভাই দূর হাঁটো।” দিব্যেন্দু চট্টোপাধ্যায় লিখেছেন, “খুব খুশী হলাম।আন্তরিক আবেদন। সুমন কলকাতা ছাড়ার জন্যে ওকে আর একটা বঙ্গ ভূষন পুরস্কার দেওয়া হোক।”

প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরে সুমন তাঁর নানা বিতর্কিত বক্তব্য এবং সুবিধাবাদি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য গুনমুগ্ধদের কাছেও অপ্রিয় হয়ে উঠেছেন। এই মন্তব্যগুলো তারই প্রকাশ। যদিও সংশ্লিষ্ট খবরেই দেখা যাচ্ছে, কবীর সুমন লিখেছেন, ‘চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি’।


You might also like!