নয়াদিল্লি : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সঙ্কল্প পত্রের সমালোচনা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের মতে, তাঁদের কোনও পরিকল্পনা নেই। তাঁরা আমাদের ইস্তেহারে, আমাদের গ্যারান্টির ভিত্তিতে নির্বাচনে লড়তে চায়।"
বিজেপির সঙ্কল্প পত্র প্রসঙ্গে কেজরিওয়াল শুক্রবার বলেছেন, "নাড্ডা জি বলেছেন, কেজরিওয়ালের সমস্ত পরিকল্পনা জারি থাকবে। তিনি নিজেদের সঙ্কল্প পত্রে এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদীও তাঁর বিজ্ঞাপনে একই কথা বলছেন। তবে নাড্ডা জি সঙ্কল্প পত্রে ঘোষণা করেছেন, দিল্লির মহল্লা ক্লিনিকগুলি বন্ধ করে দেওয়া হবে। আমি তাতে ব্যথিত।"