West Bengal

1 year ago

Mamata Banerjee : সুন্দরবন নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

উত্তর ২৪ পরগণা, ২৯ নভেম্বর : সুন্দরবন আলাদা জেলা হচ্ছে বলে ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০-র ৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন সুন্দরবন ও বসিরহাটে দুটি প্রশাসনিক জেলা তৈরি হবে। তিনি জানিয়েছেন, শীর্ষ স্তরে এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চলছে। সুন্দরবন ও বসিরহাটের জন্য আলাদা পুলিশ জেলা আগে চালু হয়েছে। এ বার তারা প্রশাসনিক জেলা হিসেবে কাজ শুরু করলে দুই ২৪ পরগনার বহু মানুষ উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সরকারি একই সিদ্ধান্তের কথা ঘোষণা করে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেন, সুন্দরবন অঞ্চলের মানুষকে প্রশাসনিক কাজের জন্য অনেক দূরে যেতে হয়। পৃথক জেলা হলে সেই সমস্যা দূর হবে। এদিন প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত আবেদনপত্র জমা পড়ছে সেগুলি ভালো করে দেখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মৎস্যজীবীদের জন্যও বিশেষ বিমা চালু করা হবে। তিনি বলেন, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালিতে গড়ে তোলা হবে সুস্বাস্থ্য কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি উদ্যোগে সুন্দরবনে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ এবং ঘাস লাগানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য।

You might also like!