West Bengal

1 year ago

Howrah:হাওড়া স্টেশনে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকার বান্ডিল

cash
cash

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ দিনের ব্যবধানে ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। শনিবার দুই ট্রেন যাত্রীর হেফাজত থেকে উদ্ধার হয় নগদ ৩২ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই। তাঁদের কাছে টাকার বৈধ কোনও কাগজ ছিল না বলেই রেল পুলিশ সূত্রে খবর।

গত কয়েকমাস কলকাতা  ও সংলগ্ন এলাকা থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। ঠিক ৮ দিন আগে অর্থাৎ ১১ মার্চ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫০ লক্ষ টাকা। ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দীতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে হাওড়া স্টেশনে নামতেই আরপিএফের জালে ধরা পড়েছিল ওই যুবক। তাঁর রেশ কাটতে না কাটতেই ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল টাকা। জানাগেছে, শনিবার হাওড়া স্টেশনে তল্লাশি চালান আরপিএফ-রা। সন্দেহজনক দুজনের ব্যাগে তল্লাশি চালানো হয়। একজনের কাছে মিলেছে নগদ ২০ লক্ষ টাকা। তাঁর নাম বিধানচন্দ্র কুমার। বাড়ি, পশ্চিম মেদিনীপুর। আরেক যুবকের থেকে মিলেছে ১২ লক্ষ ৮০ হাজার টাকা। দু’জনকেই আটক করা হয়েছে। কি কারণে এত টাকা নিয়ে যাত্রা করছিল দুই যুবক তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ধৃতরা টাকার বৈধ নথি প্রমান দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে খবর।

You might also like!