মালদা, ৬ সেপ্টেম্বর: মালদার রতুয়ায় ফের শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় কান্তুটোলা এলাকায় শুরু হওয়া ভাঙনে বুধবার সকাল পর্যন্ত ৮টি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে। তলিয়ে যেতে বসেছে জমি, বাগান। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন তাঁরা। বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। এর আগেও এই এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে ঘর-বাড়ি। এবার গঙ্গা ভাঙনে গৃহহীন হয়ে পড়ল বেশ কয়েকটি পরিবার। প্রশাসনের সাহায্যের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।