Country

5 days ago

World Oral Health Day: শ্রীভূমিতে বিশ্ব ওরাল হেলথ দিবস উদযাপন

World Oral Health Day
World Oral Health Day

 

শ্রীভূমি (অসম) ২০ মার্চ  : বিশ্ব ওরাল হেলথ দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমিতে জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি আয়োজন করা হয়। এবারের মূল প্রতিপাদ্য "সুখী মুখ মানেই... সুস্থ শরীর!" মুখের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার গভীর সংযোগকে গুরুত্ব দিয়ে তুলে ধরা। এই উপলক্ষে অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. মতীন্দ্র সূত্রধর ও করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষক ডা. লিপি দেবের নেতৃত্বে এক সচেতনতামূলক র‍্যালির উদ্বোধন করা হয়।

এতে জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার হানিফ মোঃ কে. আলম, জাতীয় ওরাল হেলথ প্রোগ্রামের জেলা নোডাল অফিসার ডা. এ এস তাপাদার, দন্ত চিকিৎসক ডা. মৌটুসী চক্রবর্তী এবং জেলা আর্লি ইন্টারভেনশন সেন্টার ম্যানেজার মনিশা রায় উপস্থিত ছিলেন। র‍্যালিটিতে নার্সিং কর্মী ও আশাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জনগণের মধ্যে মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। অনুষ্ঠানে বক্তারা প্রতিদিন দুইবার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ প্রতিরোধে সহায়তা করে। তারা উল্লেখ করেন যে, শুধুমাত্র ব্রাশ করা যথেষ্ট নয়, নিয়মিত দাঁতের ফাঁকে সুতো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা ও জীবাণু দূর করে। বক্তারা আরও বলেন, কম চিনিযুক্ত সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা দরকার, কারণ অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় ঘটায়। তারা পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেন, যা মুখের লালা উৎপাদন বজায় রাখতে সহায়তা করে এবং প্রাকৃতিকভাবে দাঁতকে সুরক্ষা দেয়। বিশেষজ্ঞরা তামাকজাত দ্রব্য ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলার পরামর্শ দেন, কারণ এগুলো মাড়ির রোগ, দাঁত ফেলে যাওয়া এবং এমনকি মুখের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। বক্তারা আরও বলেন যে ছয় মাস অন্তর দাঁতের ডাক্তার দেখানো প্রয়োজন, যাতে যেকোন সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও প্রতিরোধ করা যায়। এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া হয় যে, মুখের স্বাস্থ্য শুধুমাত্র উজ্জ্বল হাসির জন্য নয়, বরং এটি সার্বিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় ওরাল হেলথ প্রোগ্রামের আওতায়, শ্রীভূমির জেলা আর্লি ইন্টারভেনশন সেন্টারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা শিবির শুরু হয়েছে, যেখানে বিনামূল্যে দাঁতের পরীক্ষা, বিশেষজ্ঞদের পরামর্শ ও সঠিক মুখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া, মাসব্যাপী বিভিন্ন বিদ্যালয়, চা বাগানের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে, যেখানে শিশুদের ও প্রাপ্তবয়স্কদের মুখের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে।জেলা স্বাস্থ্য সমিতি সকলকে সঠিক মুখের যত্ন অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাচ্ছে এবং চলমান স্বাস্থ্য শিবিরগুলির সুবিধা গ্রহণের অনুরোধ করছে। সঠিক মুখের যত্ন অনুসরণ করে মানুষ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে পারে এবং একটি সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পারে।

You might also like!