West Bengal

1 year ago

Bhupatinagar Blust : ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

Bhupatinagar Blust
Bhupatinagar Blust

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার রাতে কাঁথির ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে আচমকা বিরাট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ওই তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়ির ছাদ। মৃত্যু হয় রাজকুমার-সহ তিন ব্যক্তির। ঘটনাচক্রে তার পরদিনই কাঁথিতে বিরাট জনসভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

এ ঘটনা পঞ্চায়ে নির্বাচনের স্ট্রাটিজি হতে পারে এই সম্ভাবনাকে সামনে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি চিঠিতে অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চিঠিতে জানিয়েছেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের মদতে প্রচুর বোমা তৈরি হচ্ছে। ভোটের সময় ওই সব বোমা দিয়েই বিরোধী দল বিজেপির নেতা ও কর্মীদের ওপর হামলা চালাতে পারে শাসক দলের কর্মীরা। এমনটাই তাঁর আশঙ্কা। আর, সেই কারণেই যে তিনি এনআইএ তদন্ত চাইছেন, একথাও চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।  

ঘটনার পর চার দিন অতি বাহিত হয়েছে ,শাহকে চিঠি দিয়েও সুরাহা হয়নি। তাই এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জাতীয় তদন্তকারী সংস্থার অধীনে তদন্তের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। 

You might also like!