West Bengal

1 year ago

Howrah: হাওড়ার চামরাইলে মোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Howrah Fire
Howrah Fire

 

হাওড়া, ২৮ জানুয়ারি : হাওড়ার চামরাইলে মোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। মোম দাহ্য বস্তু হওয়ায় দ্রুত সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানে। সকাল সাড়ে ৯টা নাগাদ অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন তাঁরা। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের তিনটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কারখানায় শনিবার সকালেও একাধিক শ্রমিক ছিলেন। এদিন আগুন লাগার পর দ্রুত তাদেরকে উদ্ধার করে আনা হয়। চামরাইলে মোমের কারখানার পাশেই পাওয়ার হাউস থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনীর কর্মীরা। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

You might also like!