গুয়াহাটি : পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে। ২০২৩-এর আগস্ট মাসে ০.৮২৪ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। যার ফলে বর্তমান অর্থবর্ষ ২০২৩-২৪-এর আগস্ট পর্যন্ত মোট ৪.১৪৪ মিলিয়ন টন (এমটি) পণ্য লোডিং হয়েছে।
আজ এ তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় ২০২৩-এর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত অন্যান্য বিভিন্ন সামগ্রীর লোডিং বৃদ্ধি সহ খাদ্যশস্য ও কন্টেনারের লোডিং ভালো মার্জিনের সাথে অগ্রগতি লাভ করেছে। এই সময়ে খাদ্যশস্য লোডিং ৩৪.২ শতাংশ এবং কন্টেনারের লোডিং ৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী অর্থবর্ষের একই সময়ের তুলনায় ব্যালাস্ট-এর মতো বিভিন্ন পণ্য সামগ্রীর লোডিঙেও ৪১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে।
তিনি জানান, একটি উল্লেখযোগ্য প্রদর্শনের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অন্তর্গত সবগুলি ডিভিশনে পণ্য লোডিঙের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি অর্জন করেছে। যার ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য লোডিং রাজস্ব উৎপন্ন হয়েছে। অবশেষে পণ্য লোডিঙের ক্ষেত্রে এই বৃদ্ধি অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপের বিকাশকেই নির্দেশ করে, বলেন সব্যসাচী দে।