বিশালগড়, ৩০ নভেম্বর : ত্রিপুরা সরকারের খাদ্য ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ, কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, জেলাশাসক নাগেশ কুমার প্রমুখ।
পর্যালোচনা বৈঠকে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় কিভাবে সফলতার সঙ্গে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। আলোচনা করতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় সফল করার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যে প্রচেষ্টা নিয়েছে তার জন্য রাজ্যভিত্তিক একজনকে প্রভারী হিসাবে নিয়োগ করা হয়েছে। ভারত সরকারের এডিশনাল সেক্রেটারি এম নাগরাজকে রাজ্য প্রভারী করে রাজ্যের প্রত্যেকটি জেলায় একজন আইএএস এবং আইএফএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রত্যেকটি জেলায় একজন করে মন্ত্রীকেও দায়িত্ব দেয়া হয়েছে। যেমন সিপাহীজলা জেলায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সকলে মিলে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় সফলতার সঙ্গে শেষ করতে হবে। তিনি আরো বলেন প্রতি ঘরে সুশাসন প্রথম পর্যায়ে আমরা মোট ২২ লক্ষ লোককে বিভিন্নভাবে সুবিধা দিতে পেরেছি। যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি। এই দ্বিতীয় পর্যায়ে তাদের কাছে পৌঁছে দেব বিভিন্ন সুযোগ-সুবিধা।