দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তারা যাতে আমাদের দেশের গৌরবের ইতিহাস এবং কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সমাক জ্ঞান লাভ করতে পারে সেদিকে শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য রাখতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু ধলাই জেলায় কাঁঠালছড়ার হলিক্রশ হায়ার সেকেন্ডারি স্কুলে বাসিল মোরিওর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচি এবং বিদ্যালয়ে বাসিল ব্লকের উদ্বোধন করে একথা বলেন।
রাজ্যপাল আরও বলেন, আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের যথাযথভাবে অবহিত করতে হবে। এই উদ্যোগ নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। নেশার করাল গ্রাস থেকে ছাত্রছাত্রীরা যাতে দূরে থাকে সেদিকে নজর দিতে রাজ্যপাল অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলিক্রশ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ফাদার ডেভিস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পল দাংশু, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য ডলি রিয়াং, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত কুমার দাস প্রমুখ।