Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Tripura

10 months ago

রাজ্যের অর্থনীতি কৃষি ছাড়াও রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রাজ্যের অর্থনীতি কৃষি ছাড়াও রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এগুলিকে কাজে লাগিয়ে শিল্প বিকাশের লক্ষ্যে সরকার কাজ করছে।  মুখ্যমন্ত্রী সরকারি আবাসে রাজ্য সফররত ছত্রিশগড়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী সফররত সাংবাদিকদের জানান, মানুষের আর্থ সামাজিক বিকাশে রাজ্য সরকার এমএসএমই সেক্টর, পর্যটন, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতার উপর বিশেষ জোর দিয়ে কাজ করছে। তিনি রাজ্য সরকারের উন্নয়নের অভিমুখ সমূহ তাদের সামনে তুলে ধরে বলেন, রাজ্যে পর্যটনের প্রভূত সম্ভাবনা রয়েছে। এর থেকে কর্মসংস্থান সৃষ্টি ও রোজগারের যথেষ্ট সুযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য। এছাড়াও এখানে বাঁশ থেকে ধূপকঠির শলাকা উৎপাদন হয় যা সারা দেশের চাহিদার ৬০শতাংশ পূরণ করছে। এছাড়াও এখানে বাঁশবেত শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যাম্বু পার্ক, কমন ফেসিলিটি সেন্টার, ডিজাইন এন্ড প্রোডাকশন ডেভেলপমেন্ট সেল গড়ে তোলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতিদের উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। জনজাতিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ জারি রয়েছে। এই প্রসঙ্গে তিনি জনজাতিদের শিক্ষার উন্নয়নে ছাত্রছাত্রীদের মধ্যে স্টাইপেন্ড প্রদান, কোচিং সেন্টার চালু, ম্যারিট অ্যাওয়ার্ড প্রদান, আর্থিক সহায়তা, গুণগত শিক্ষার বিকাশ, একলব্য মডেল বিদ্যালয় স্থাপন সহ বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জনজাতি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন।

উল্লেখ্য, ছত্রিশগড় থেকে ১৪ জন সাংবাদিক ২২ অক্টোবর আগরতলায় আসেন এবং রাজ্যের বিভিন্ন এলাকা সফর করেন। তারা রাজ্যের জনগণের জীবনযাত্রার এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং রাজ্য সরকারের রূপায়িত কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।

You might also like!