আগরতলা : আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিজেপির জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপির দশটি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে ১২,১৩ ও ১৪ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে প্রদর্শনী, সভা এবং মৌন মিছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ।
সাংবাদিক সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, বিজেপির সবকটি সাংগঠনিক জেলাতে মৌন মিছিল সংঘটিত করা হবে। দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে দেশের বিভীষিকাময় পরিস্থিতির বিষয়ে বর্তমান প্রজন্মকে অবহিত করা হবে।
তিনি আরও জানান, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানটি হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ১৪ আগস্ট এই কর্মসূচি সূচনা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নেতা তাপস মজুমদার।