আগরতলা : কংগ্রেস এবং সিপিআইএমকে কাঠ গড়ায় তুলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন তাদের মিলিঝুলি ও বেইমানির রাজনীতির জন্য ১৯৮০ সালে দাঙ্গা হয়েছিল। বিজেপির ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এই কথা বলেন বিপ্লব কুমার দেব।
তিনি আরও বলেন, ত্রিপুরায় কমিউনিস্টের ক্যাডাররাই ড্রাগস, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট -এইগুলি এনেছে। কিন্তু এইগুলির সাথে আগে পরিচিত ছিল না রাজ্যের মানুষ। ২০১৮ সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর স্লোগান তোলা হয়েছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য কোন নেশার কারবারির পক্ষপাতিত করা হয়নি। কোন নেশার কারবারিকে বরদাস্ত করা হয়নি। শ্রী দেব আরো বলেন, ২০১৮ সালে বনমালী পুর বিধানসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। লোকসভা নির্বাচনে তিনি ৩০ টি বিধানসভার কেন্দ্রের মানুষের ভোট নিয়ে লোকসভা ভোটে জয়ী হতে চান বলে জানান। প্রসঙ্গত, সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা।