ধনপুর (ত্রিপুরা), ৫ সেপ্টেম্বর : বক্সনগর ও ধনপুর, দুই আসনেই জিতবেন বিজেপি প্রার্থীরা। আজ সকালে ভোট দিয়ে বাইরে এসে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
প্রতিমা বলেন, কোনও সন্দেহ নেই, বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং ধনপুরে বিন্দু দেবনাথ বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি বলেন, উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকে ভোটারদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে দুই কেন্দ্রে। এছাড়া, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যে সমস্ত ভোটার বিভিন্ন কারণে এবং বিভ্রান্তির ফলে পদ্মফুলে ভোট দিতে পারেননি, তাঁরা এবার উন্নয়নের তাগিদে বিজেপিকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রতিমা বলেন, ‘আমরা মানুষকে বিনামূল্যে চাল, জলের সংযোগ এবং শৌচালয় দিয়েছি। আমরা প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ। তাছাড়া জনগণকে কখনও আমাদের দলীয় সমাবেশে যোগ দিতে বা সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে বলিনি।’
নাম না ধরে সিপিআইএমকে ঠুকে তিনি বলেন, ‘গত ৩২ বছরে এঁরা উভয় নির্বাচনী এলাকাকে অবহেলা করেছে। বিজেপির কোনও বিধায়ক না থাকা সত্ত্বেও জনগণের কাছে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সরবরাহ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল।’ তাই অতীতের রেকর্ড ছাড়িয়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন, আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।