Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

1 year ago

Panchayat Elections: পঞ্চায়েত নির্বাচন : মনোনয়নের শেষ দিনে ধলাই জেলায় বিভিন্ন দলের মনোনয়ন পেশ

Panchayat Elections
Panchayat Elections

 

ধলাই (ত্রিপুরা), ১৮ জুলাই  : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আজ বৃহস্পতিবার ছিল শেষ দিন। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে।

এদিন জেলা সদর আমবাসায় আমবাসা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েতের জন্য মনোনয়ন জমা করেছেন প্রার্থীরা। আমবাসা ব্লক আধিকারিকের কাছে বিজেপির ২০ জন, তিপ্রা মথার ১৭ জন, কংগ্রেস দলের তিনজন, সিপিআইএম দলের এক এবং একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে জেলার সালেমা এবং দুর্গা চৌমুহনি ব্লকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।এর পর মনোনয়ন পত্র পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর ওপর আগামী ৮ আগস্ট হবে ভোট গ্রহণ।

You might also like!