উদয়পুর : প্রতি বছরই ৫১ পীঠের অন্যতম পীঠ স্থান মাতা এিপুরেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব এবং মেলা। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম তিনদিনের মেলা অনুষ্ঠিত হবে এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে। এই মেলা ও উৎসবকে সফল করে তোলার জন্য সরকারের প্রতিটি দপ্তর দিন রাত কাজ করে চলেছে।
দীপাবলি মেলা কমিটির সদস্য তথা মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন জানান, এবছর মেলা তিনদিন। শুরু হবে ১২ই নভেম্বর রবিবার বিকাল সাড়ে পাঁচটায়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা এই মেলার উদ্বোধন করবেন। থাকবেন রাজ্য মন্ত্রিসভার সব মন্ত্রী, সব বিধায়ক, গোমতী জেলা পরিষদের সভাধিপতি সহ সব অংশের জনপ্রতিনিধিরা এই মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে।
এখনো পর্যন্ত ৬৬৬৪ টি দোকান ভিটির জন্য টিকিট বিক্রি হয়েছে। তা আরও বেড়ে আট থেকে নয় হাজার টিকিট বিক্রি হবে বলে ধারনা। তবে প্রায় ছয়শ দোকান ঘরের জন্য অনুমতি দেওয়া হবে বলে জানান সুজন বাবু। এই মেলায় সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে ১৬ টি স্টল খোলা হবে বলে জানান তিনি। বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দিনরাত কাজ করে চলেছে এই মেলাকে সফল করে তোলার জন্য।
জাতীয় সড়কে মোট পাঁচটি গেইট লাগানো হবে। রবিবার বিকাল থেকে কোন যানবাহকে সরকারী কোন অনুমোদন ছাড়া মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। যে সমস্ত যানবাহনের সরকারী অনুমোদন থাকবে সেই সমস্ত যানবাহনকে মাতাবাড়ি সব্জি মার্কেট মাঠে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।