আগরতলা : ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এনসিসি ফেস্টিভ্যাল। চলতি মাসের শেষের দিকে হবে এই অনুষ্ঠান। আজ শনিবার আগরতলায় এনসিসির পূর্বোত্তরের সাতটি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগণদ্বীপ এই তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, শুক্রবার রাজ্যে এসেছেন তিনি। প্রথম দিন তিনি মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। পরে তিনি শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের সাথে দেখা করেছেন। ত্রিপুরায় বিভিন্ন কলেজে এনসিসি ইউনিটগুলির কাজকর্ম খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের আধিকারিকদের সাথে সাক্ষাৎকারে তিনি ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত জেলায় এনসিসি ইউনিট সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি কীভাবে এনসিসিকে আরও বেশি ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাওয়া যায় তা-ও আলোচনা হয়েছে।
এডিজি মেজর জেনারেল জানিয়েছেন, চলতি মাসেই এখানে এনসিসি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এই ফেস্টিভ্যাল ত্রিপুরায় প্রথমবারের মতো হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে ত্রিপুরার ২৬টি কলেজের এনসিসি ক্যাডেটরা অংশ নেবেন এবং তাঁরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাৰ্যসূচি পরিবেশন করবেন, যাতে রাজ্যের মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে এনসিসিতে যোগদানের উৎসাহ বৃদ্ধি পায়।