Tripura

11 hours ago

Rajeev Bhattacharya: কংগ্রেস ও সিপিএমের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন প্রয়াত শ্যাম হরি শর্মা : সাংসদ রাজীব

Rajeev Bhattacharya
Rajeev Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কংগ্রেস এবং সিপিএমের ঘৃন্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন প্রয়াত শ্যাম হরি শর্মা।  বিজেপি নেতা শহীদ শ্যাম হরি শর্মার শহীদান দিবসে এই কথা বলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন লাল বাহাদুর চৌমুহনী এলাকায় প্রয়াত শ্যাম হরি শর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিজেপি নেতৃবৃন্দ।

 রাজ্যের প্রথম বিজেপির শহীদ নেতৃত্ব প্রয়াত শ্যাম হরি শর্মার প্রয়াণ দিবস পালন করল প্রদেশ বিজেপি। এই উপলক্ষে এদিন রাজধানীর লালবাহাদুর চৌমুহনী এলাকায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপির প্রথম শহীদ নেতৃত্ব হলেন প্রয়াত শ্যাম হরি শর্মা। শহীদ এই নেতৃত্বের রক্ত ব্যর্থ হয়নি। তিনি আরো বলেন, কংগ্রেস এবং সিপিএমের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার বিজেপির এই বরিষ্ঠ নেতৃত্ব।

প্রসঙ্গত কংগ্রেস এবং টিইউজেএস জোট রাজত্বের সময়কালে ১৯৯১ সালে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হয়। এই উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন শ্যাম হরি শর্মা। নির্বাচনী প্রচার চলাকালীন ১৯৯১ সালের ঠিক এই দিনে লাল বাহাদুর চৌমুহনী এলাকায় তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এরপর থেকে প্রতি বছর বিজেপি শ্যাম হরি শর্মা প্রয়াণ দিবস পালন করছে।

You might also like!