সাব্রুম (ত্রিপুরা) : সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রসারণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তব রূপ পেতে আরও প্রায় ছয় মাস সময় লাগবে, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
চেতন কুমার শ্রীবাস্তব সহ রেলওয়ের আধিকারিকরা সাব্রুম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, অনেক কাজ বাকি রয়েছে। সেগুলি সম্পন্ন হওয়ার পর সাক্রম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হবে। এদিন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য রেলওয়ের আধিকারিকরা সাব্ৰুমের মৈত্রী সেতু পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, আগরতলা স্টেশন পর্যন্ত বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করছে। তা সম্প্রসারণ করে সাব্ৰুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে রেল মন্ত্রকের কাছে দাবি জানানো হয়েছিল। সে মোতাবেক রেল মন্ত্রক থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। রেলওয়ের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ায় দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতি জেলার মানুষ আশা করেছিলেন, হয়তো পূজার আগেই সাব্ৰুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয়ে যাবে। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর রেল মন্ত্রকের কাছে দাবি জানিয়ে একের পর এক দূরপাল্লার ট্রেন সম্প্রসারণ করতে সফল হয়েছে। তাতে রাজ্যবাসীর আশা, খুব শীঘ্রই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হবে।