Breaking News
 
Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার! Mahua Moitra: ছত্তিশগড়ে বাঙালি শ্রমিক গ্রেপ্তার! ‘সরকারি মদতে অপহরণ’ বলে অভিযোগ মহুয়ার Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে

 

Tripura

10 months ago

Dr. Manik Saha: প্রকল্পের সুবিধা যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা দেখা ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্ব : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা দেখা ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্ব। বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রেখে জনকল্যাণে কাজ করছে। বিলোনিয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বর্ণনা করে বলেন, বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে এবং নিয়মিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে করে দ্রুত সহায়তা প্রদান করা যায়। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহ শুনতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে জিলা পরিষদের নবনির্বাচিত ১৭ জন সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। পরে সদস্য সদস্যাগণ তাদের মধ্য থেকে দীপক দত্তকে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ও তপন দেবনাথকে সহকারি সভাধিপতি নির্বাচিত করেন। তাঁদের শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক স্মিতা মল প্রমুখ।

You might also like!