দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দোরগোড়ায় ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা ত্রিপুরার গেরুয়া শিবিরে। আগামী ৮ আগস্ট গোটা রাজ্যের সাথে কুমারঘাট ব্লক এলাকায়ও আনুষ্ঠিত হবে নির্বাচন। কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভা এলাকায়ও দলীয় প্রচার কর্মসূচিতে গতি বাড়িয়েছে শাসক দল।গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বিরোধীদের সঙ্গে টেক্কা দিয়ে প্রচারে কয়েকগুণ এগিয়ে পদ্ম শিবির। প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে রাজ্যস্তরীয় নেতাদের নিয়ে চলছে ভোট প্রচার। ভোটকে কেন্দ্র করে কুমারঘাট ব্লকের অধীন পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হল দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয় নেতারা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট ও কংগ্রেসকে একহাত নিয়েছেন বিধায়ক। তিনি বলেন, একসময়ের দুই প্রতিপক্ষ দল এক ছাতার তলায় গিয়েও বহু চেষ্টা করে বিগত নির্বাচনগুলিতে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরার রাজনীতি পাহাড়ের ওপরই বেশি নির্ভরশীল। আর সেই পাহাড় এখন বিজেপির সঙ্গে। তাই দলের শক্তি বর্তমানে অনেকগুণ বেড়েছে বলে দাবি করেন বিধায়ক।
বাম-কংগ্রেস দলকে এদিন রাজনৈতিক ব্যবসায়ী বলেও কটাক্ষ করেন ভগবান দাস। তিনি বলেন, রাজ্যের বিরোধী দল নির্বাচনে লড়তে প্রার্থী খুঁজে পায়নি, তাই অনেক আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় হাসিল করেছে বিজেপি।