কল্যাণপুর : প্রায় প্রতিনিয়ত কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরের ভাঙ্গন অব্যাহত। এবার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের বাম আমলের প্রাক্তন প্রধান শচী রানী তাঁতির নেতৃত্বে ৬ পরিবারের ২০ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।
স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী রতিয়ার নিজ বাড়িতে নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারে বরণ করে নেন। যারা এদিন বাম সংশ্রব ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তারা বুঝতে পেরেছেন উন্নয়নের জন্য একমাত্র বিকল্প বিজেপি, তাই তারা বিজেপি দলে যোগদান করেছেন।
এদিকে নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারে বরণ করে নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেন আগামীদিনে গোটা কল্যাণপুরের উন্নয়নে সকলকে সাথে নিয়েই পথ চলা অব্যাহত থাকবে। প্রসঙ্গক্রমে বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেন যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষজন রাজ্য জুড়ে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছেন তাতে ভবিষ্যতে সিপিএম ও কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়বে।