আগরতলা : প্রতিবেশীর সঙ্গে বাড়ির সীমানার বেড়া নিয়ে বিবাদের জের ধরে খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত দম্পতিকে আর্থিক জরিমানার পাশাপাশি সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়রা জজ শঙ্করলাল দত্ত। সাজা প্রাপ্ত দম্পতি হলেন আগরতলা শহরতলী নন্দননগরের এসডিও চৌমুহনীর দেবনাথ পাড়ার বাসিন্দা অসীম দাস ও সুজাতা দাস। তবে এই মামলার আরেক অভিযুক্ত রাখাল সরকার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মারা যান।
মামলার বিনরণে জানা গিয়েছে, নন্দননগরের অসীম দাস ও তার স্ত্রী সুজাতা দাস বাড়ির সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দা কুড়াল নিয়ে হামলা চালান অমল সোম ভৌমিকের উপর। ঘটনাটি হয়েছিল ২০১৪ সালের ৬ মে। এই হামলার ঘটনায় অমল সোম গুরুতর জখম হয়েছিলেন। তাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীনও থাকতে হয়েছিল। পরবর্তী সময়ে অভিযোগমূলে পুলিশ আইপিসির ৩২৩, ৩২৬, ৫০৫, ৩০৭ ও ৩৪ ধারায় মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন এনসিসি থানার এসআই রতন চক্রবর্তী। দীর্ঘদিন চলে এই মামলার বিচার প্রক্রিয়া। শুনানি শেষে ট্রায়াল কোর্টের বিচারক সমস্ত তথ্য প্রমাণের উপর নির্ভর করে আসামি অসীম দাস ও তার স্ত্রীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেন। আদায়কৃত জরিমানার টাকা মামলার বাদী পক্ষ অমল সোম ভৌমিককে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
তবে জরিমানার টাকা আদায় না হলে আসামিকে অতিরিক্ত সাজা খাটতে হবে বলে রায়ে উল্লেখ করে দিয়েছেন বিচারক। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি চিরঞ্জীব নাগ। তিনি তার প্রতিক্রিয়ায় জানান, কিছুটা বিলম্বিত হলেও বাদিপক্ষ এই মামলায় ন্যায় পেয়েছেন।