আমবাসা (ত্রিপুরা), ৩০ সেপ্টেম্বর : ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। ক্ষতি হয়েছে ফসল, কৃষিজমি ও পরিকাঠামোর। কিন্তু বন্যার ত্রাণ বণ্টন ও আর্থিক সাহায্য প্রদানে প্রকৃতদের বঞ্চনা করে যারা ক্ষতিগ্রস্ত হয়নি এমন বহু মানুষকে সাহায্য পৌঁছে দিচ্ছে সরকার ও প্রশাসন।
এই নগ্ন দলবাজি বন্ধ করতে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দিতে সাত দফা দাবি নিয়ে ধলাই জেলার চার মহকুমায় মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। সোমবার এই কর্মসূচিতে দলের পক্ষ থেকে দাবি করা হলো, এই বঞ্চনা বন্ধ না করলে চলবে কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ।এদিনের কর্মসূচীতে কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।