দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির কারণে সিপাহীজলা জেলার চড়িলামস্থিত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি এইচ এস স্কুল সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জলমগ্ন হয়ে পড়ে ৮ নং জাতীয় সড়ক। প্রায় হাঁটু সমান জল জমে যায় জাতীয় সড়কে। যার ফলে পথচারী থেকে শুরু করে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জাতীয় সড়কের এই বেহাল দশা। বহুবার এলাকার মানুষ জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের নজরে নিয়েছে বিষয়টি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই স্থানে জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো আবর্জনা বালি এবং কাঁদায় বন্ধ হয়ে রয়েছে। যার ফলে বৃষ্টির জল ড্রেন দিয়ে প্রবাহিত না হয়ে জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে। জাতীয় সড়কে হাঁটু সমান জল জমে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বৃষ্টির সময়ে জাতীয় সড়কের এই অংশের জন্য ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত আসতে চায় না। কারণ বর্ষার সময় ছাত্র ছাত্রীরা হেঁটে স্কুলে যাবার সময় বড় বড় যানবাহন এই স্থান দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকার চাপে জলে তাদের পোশাক ভিজে যায়। যার ফলে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসার পর পোশাক ভিজে যাওয়ার কারণে আবার বাড়িতে চলে যায়।
এলাকার মানুষ প্রশাসনের নিকট দাবি তুলেছেন যাতে চড়িলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি এইচএস স্কুল এবং উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ৮ নং জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলি অতি দ্রুত পরিষ্কার করে জল প্রবাহিত হওয়ার ব্যবস্থা করে দেয়। না হলে স্কুলের ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী যেকোনো সময় প্রশাসনের বিরুদ্ধে গিয়ে জাতীয় সড়ক অবরোধে বসতে পারে বলে এলাকাবাসীর তরফ থেকে জানা গিয়েছে।