দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বিনোদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম Youtube। সব রকমের কন্টেন্ট সহজেই পাওয়া যায়। কিন্তু ভিডিও দেখার মাঝেই শুরু হয় বিজ্ঞাপন। যার বিরক্তি তৈরি করে। প্রিমিয়াম সাবক্রিপশন ছাড়াই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কীভাবে অ্য়াড বন্ধ করা সম্ভব
প্রথমত Playstore থেকে অ্য়াডব্লকার (Adblocker) ডাউনলোড করতে পারেন। এবং অ্য়াডব্লকার ইনস্টল করলেই Youtube এর বিজ্ঞাপন বন্ধ হবে। তবে সেক্ষেত্রে স্টোরেজের সমস্যা হতে পারে। এর পরিবর্তে অন্য একটি উপায়ও রয়েছে। Youtube এ অ্য়াড দেখানোর সময় আই (i) অপশনে ক্লিক করুন। সেখানে একাধিক অপশন থাকে। তারমধ্যে থেকে Stop Seeing this ad অপশনে ক্লিক করলেই ওই অ্য়াড দেখানো বন্ধ হবে।
যদিও এই দুটি পদ্ধতি মেনে চললেই যে সব অ্য়াড দেখানো বন্ধ হবে এমনটা নয়। কারণ নিয়মিত নিজেদের প্রযুক্তি উন্নত করে Youtube। ফলে অন্য বিভিন্নভাবে অ্যাড দেখাতে শুরু করবে Youtube। কিন্তু সাময়িকভাবে স্বস্তি মিলতে পারে।