Technology

5 months ago

Xiaomi 14 Civi:দুর্ধর্ষ ফোন আনল শাওমি,,জেনে নিন সমস্ত ডিটেইলস

Xiaomi 14 Civi
Xiaomi 14 Civi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু প্রতীক্ষিত Xiaomi 14 Civi স্মার্টফোনটি অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল। এই মডেলটি ব্র্যান্ডের লেটেস্ট সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ মডেল হিসাবে এসেছে এবং প্রিমিয়াম ফোনগুলির তুলনায় কম দামে এটি কিছু হাই-এন্ড স্পেসিফিকেশন এবং ফিচার অফার করে। এটি মূলত Xiaomi Civi 4 Pro ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা চীনে মার্চ মাসে লঞ্চ হয়েছিল। আসুন এদেশে আগত Xiaomi 14 Civi ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

শাওমি ১৪ সিভি ভারতে তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে, এগুলি হল ক্রুজ ব্লু, মাচা গ্রীন, এবং শ্যাডো ব্ল্যাক। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৩৯,৯৯৯ টাকা, যেখানে ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৩,৯৯৯ টাকা। এছাড়াও, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট ব্যবহারকারীদের জন্য সরাসরি ৩,০০০ টাকা ছাড় এবং ৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও রয়েছে৷ শাওমি ১৪ সিভি ফোনের প্রথম সেল ২০ জুন দুপুরে শুরু হতে চলেছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, শাওমির রিটেইল স্টোর এবং ফ্লিপকার্ট (Flipkart) থেকে শাওমি ১৪ সিভি কিনতে পারেন৷

Xiaomi 14 Civi এর স্পেসিফিকেশন

শক্তিশালী প্রসেসর

Xiaomi 14 Civi স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm এর Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর 3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। এতে 8-কোর Kryo CPU তে একটি 3.0GHz Cortex-X4কোর, চারটি 2.8GHz Cortex-A720 কোর এবং তিনটি 2.0GHz Cortex-A520 কোর রয়েছে।

স্টাইলিশ ডিসপ্লে

Xiaomi 14 Civi স্মার্টফোনে floating Quad-Curve display নাম সহ চারিদিকে কার্ভ ডিসপ্লেয়ে দেওয়া হয়েছে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হয়েছে। ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে Dolby Vision atmos এবং HDR10+ সাপোর্ট রয়েছে।

ট্রিপল রেয়ার ক্যামেরা

Xiaomi 14 Civi স্মার্টফোনে ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর সহ Leica লেন্সের ব্যবহার করা হয়েছে। এই ফোনে প্রাইমারি 50MP Summilux lens সহ 25mm cinematic HDR সাপোর্ট করে। একইসঙ্গে রিয়ার ক্যামেরা সেটআপে 2এক্স জুম সহ 50MP 50mm Portrait Telephoto লেন্স এবং 15এমএ ও 120ডিগ্রী এফওবিযুক্ত 12MP ultra-wide লেন্স রয়েছে।

Xiaomi 14 Civi এর ক্যামেরা স্যাম্পে

ডুয়াল সেলফি ক্যামেরা

Xiaomi 14 Civi স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক্যামেরাই 32 মেগাপিক্সেল লেন্স, যা কোম্পানির বক্তব্য অনুযায়ী 32MP + 32MP Dual সেলফি ক্যামেরা হবে বলে জানানো হয়েছে। অন্যদিনে ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটআপে AI Smart ফিচার সহ Teleprompter, 4K Ultra HD, Focus Switching, Pocket mirror এবং Dual Video মোড ফিচার দেওয়া হবে।

শক্তিশালী ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 Civi স্মার্টফোনের 4,700mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 1600 চার্জ সায়কলের ক্যাপাসিটি রয়েছে। অর্থাৎ যতবার খুশি ফুল চার্জ করার পরেও ব্যাটারি লাইফ দেবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে Xiaomi 14 Civi ফোনে 67W Turbo Charge ফিচার দেওয়া হয়েছে।

Xiaomi 14 Civi এর ডিজাইন

কোম্পানির বক্তব্য অনুযায়ী Xiaomi 14 Civi স্মার্টফোনটি মেটাল ফ্রেমযুক্ত স্মার্টফোন এবং তিনটি কালার অপশনে পেশ করা হবে বলে জানিয়েছে। এতে ক্রুজ ব্লু (Cruise Blue), লেদার এডিশন সহ মাচা গ্রিন (Matcha Green) এবং ম্যাট ফিনিশ সহ শ্যাডো ব্ল্যাক (Shadow Black) রয়েছে। এই ফোনটি 7.4mm চোওড়া হবে। এই ফোনটি আইপি রেটিং সহ বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের লেদার টেক্সচার 6 গুন বেশি জলের হ্হাত থেকে সুরক্ষা দেবে।

ভারতীয় Xiaomi 14 Civi এর লঞ্চ ডিটেইল

আগামী 12 জুন Xiaomi তাদের Xiaomi 14 Civi স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এই দিন কোম্পানি দিল্লীতে একটি বড়ো ইভেন্টের আয়োজন করবে। এই ইভেন্টের মঞ্চ থেকে Xiaomi 14 Civi ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হবে। এই ইভেন্ট আগামী 12 জুন দুপুর 11টায় শুরু হবে এবং কোম্পানির ওয়েবসাইট সহ কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। অন্যদিনে শপিং সাইট ফ্লিপকার্টেও প্রোডাক্ট পেজের মাধ্যমে লঞ্চ লাইভ দেখানো হবে।

Xiaomi 14 Civi এর প্রতিযোগিতা

সম্প্রতি বাজারে আসা POCO F6 ফোনটির সাথে আগামী 20 জুন লঞ্চ হতে চলা Realme GT 6 ফোন আপকামিং Xiaomi 14 Civi ফোনে একই প্রসেসর দেওয়া হবে। ফলে এই ফোনগুলির সঙ্গে Xiaomi 14 Civi ফোনটি সারাসরি প্রতিযোগিতার মুখে। অন্যদিনের দামের হিসেবে আপকামিং Xiaomi ফোনটিকে OnePlus 12R এবং Samsung Galaxy A55 5G ফোন টেক্কা দেবে।


You might also like!