Technology

8 months ago

6000mAh Battery, 50MP Camera এবং 8GB RAM সহ 7 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল এই দারুণ স্মার্টফোন

Infinix Smart 8 Plus
Infinix Smart 8 Plus

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র 7 হাজার টাকার রেঞ্জে যদি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং 8জিবি র‍্যাম সহ একটি শক্তিশালী ডিভাইস পাওয়া যায় তবে সেটি নিঃসন্দেহে বাজারে যথেষ্ট আকর্ষণ করবে। এবার এই মুকুট চলে গেছে Infinix এর মাথায়। মাত্র 7,799 টাকা দামে Infinix Smart 8 Plus ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। এমনকি লঞ্চ অফারে এই ফোনটি আরও সস্তায় পাওয়া যাবে। নিচে Infinix Smart 8 Plus স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Smart 8 Plus এর দাম

ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস স্মার্টফোনটি ভারতে সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 7,799 টাকা। ফোনটির শপিং সাইট ফ্লিপকার্টে আগামী 9 মার্চ থেকে Galaxy White, Shiny Gold এবং Timber Black কালারে সেল করা হবে। লঞ্চ অফারে ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস ফোনটি মাত্র 6,999 টাকাযর বিনিময়ে কেনা যাবে।

Infinix Smart 8 Plus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস স্মার্টফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশনযুক্ত 6.6 ইঞ্চির স্ক্রিন রয়েছে। এই এচডি+ ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি। পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিংের জন্য ইনফিনিক্স স্মার্ট 8 ফোনে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.2 জিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই ফোনটি 144895 Antutu Score পেয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য ই ফোনে 680 মেগাহার্টজ স্পীডের IMG PowerVR GE8320 জিপিইউ রয়েছে।

ওএস: এই ফোনটি Android 13 ‘Go’ Edition সহ পেশ করা হয়েছে। Android Go Edition থাকার ফলে এই ফোনে Google Go Apps ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপগুলি কম RAM ও স্টোরেজেও ভালো পারফরমেন্স দিতে সক্ষম এবং এই অ্যাপগুলি কম ব্যাটারি ও ইন্টারনেট খরচ করে।

স্টোরেজ: Infinix Smart 8 Plus ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 4GB virtual RAM ফিচারও রয়েছে, যার ফলে ফোনের 4GB RAM এর সঙ্গে যুক্ত হয়ে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ড ব্যাবহার করে 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: সেলফি তোলা এবং রীল তৈরি করার জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 8 Plus ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি ইউএসবি টাইপ সি পোর্ট ব্যাবহার করে চার্জ করা যায়।


You might also like!