দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুধু চ্যাটিং বা ডকুমেন্ট শেয়ারিং নয়। এখন হোয়াটসঅ্য়াপের মাধ্যমের বাসের টিকিট কাটা যাবে। এই ফিচার শুরু করার জন্য একটি বিশেষ চ্যাটবট চালু করা হয়েছে। বিশেষ নম্বরে মেসেজ করে অথবা QR কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন Whatsapp ব্যবহারকারীরা।
কীভাবে টিকিট বুকিং করবেন?
প্রথমে 8744073223 নম্বরে Hi লিখে মেসেজ করতে হবে
অথবা বাস স্ট্যান্ডে থাকা QR কোড স্ক্যান করতে পারেন
সেখান থেকে Buy Ticket অপশনে ক্লিক করুন
তারপর ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে।
ডেস্টিনেশন সিলেক্ট করার পর দেখা যাবে নির্দিষ্ট দূরত্বের ভাড়া
তারপর অনলাইনেই পেমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা
একসঙ্গে ৬ জনের টিকিট কাটতে পারবেন হোয়াটসঅ্য়াপের মাধ্যমে। তবে এই সুবিধা আপাতত দিল্লির জন্য চালু করা হয়েছে। শুধুমাত্র DTC-র জন্যই এই পরিষেবা উপলব্ধ থাকবে। তবে দেশের অন্য জায়গায় এই পরিষেবা পাওয়া যাবে না।