দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন সুবিধা যুক্ত করেছে মেটা। মেটার সব প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামেও এই ফিচার এতদিন ছিল। এবার সেই সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরাও।
হোয়াটসঅ্যাপে চ্যাটে দীর্ঘদিন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানোর সুবিধা ছিল না। সেই সুবিধা আসার পর উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। একটি প্রতিক্রিয়ার মাধ্যমেই নিজের অভিব্যক্তি বোঝানো যায়। এবার সেই প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমকে আরও সহজ করতে চাইছে মেটা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার কোনও মেসেজে ডাবল ট্যাপ করলেই তাতে প্রতিক্রিয়া দিতে পারবেন। আলাদা করে ক্লিক করতে হবে না। তবে 'লাভ রিয়্যাক্ট' ছাড়া, অন্য কোনও প্রতিক্রিয়া দিতে গেলে, পুরনো পদ্ধতিই ব্যবহার করতে হবে।
হোয়াটসঅ্যাপ বিটা ইনফো থেকে জানা গিয়েছে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের কিছু বিটা ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সব ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।