Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

2 months ago

জুনেই লঞ্চ হচ্ছে Tecno Pova 7 ও Pova 7 Ultra, মিলবে দারুণ ফিচার ও শক্তিশালী ব্যাটারি

Tecno Pova 7 ও Pova 7 Ultra
Tecno Pova 7 ও Pova 7 Ultra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সম্প্রতি Tecno তাদের Pova Curve 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের Pova 7 সিরিজে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কানাঘুষো চলছে এই সিরিজে Pova 7, Pova 7 Pro এবং Pova 7 Ultra নামের তিনটি 5G স্মার্টফোন পেশ করা হবে। এর মধ্যে Tecno Pova 7 5G ফোনটি FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এর আগে ফোনটি BIS, Google Play Console, Geekbench এবং TUV Rheinland সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও ফোনটি দেখা গেছে। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে।

গুগল প্লে কনসোলে LJ7 ও LJ9 মডেল নম্বরের দুটি ডিভাইস তালিকাভুক্ত হয়েছে, মনে করা হচ্ছে এর মধ্যে LJ7 মডেল নম্বরটি হবে Pova 7 5G, আর LJ9 মডেল নম্বরটি হবে Ultra ভ্যারিয়েন্ট। দুটি ফোনেই থাকতে পারে ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ বা ৭৩০০এক্স প্রসেসর।

গতবছরের মার্চ ও সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল পোভা ৬ প্রো ৫জি ও পোভা ৬ নিও ৫জি। এদের উত্তরসূরি হিসেবে টেকনো পোভা ৭ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আপাতত দুটি মডেল বাজারে আসবে – টেকনো পোভা ৭ ও পোভা ৭ আল্ট্রা।

এদিকে জনপ্রিয় টিপস্টার পারাস গুগলানি (@passionategeekz) সম্প্রতি একটি X পোস্টে দাবি করেছেন, টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি খুব সম্ভবত জুন মাসেই বাজারে আসছে। যদিও তিনি নির্দিষ্ট তারিখ জানাননি, তবে অনুমান করা হচ্ছে যে মাসের শেষের দিকেই এর উপর থেকে পর্দা সরানো হবে।

টিপস্টার টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি এর যে রেন্ডার শেয়ার করেছেন, তাতে দেখা গেছে ফোনটির পিছনে রয়েছে ট্রায়াঙ্গুলার ক্যামেরা সেটআপ, যার চারপাশে দেখা যাবে এলইডি লাইট স্ট্রিপ। আগেই টেকনোর একটি অফিসিয়াল টিজারেও এই ডিজাইনের ইঙ্গিত মিলেছিল।টেকনো পোভা ৭ আল্ট্রা ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট দ্বারা। সঙ্গে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে দেওয়া হতে পারে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।

You might also like!