দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচীনের বাজারে Realme 12x 5G ফোনটি পেশ করা হয়েছে এবং এবার ভারতে লঞ্চের জন্য প্রস্তত। আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানা গেছে এই ফোনটি চীনে লঞ্চ করা Realme 12x 5G ফোনের চেয়ে কিছুটা আলাদা হবে। আপকামিং Realme 12x 5G ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।
সোর্স থেকে খবর পাওয়া গেছে আগামী এপ্রিল মাসে ভারতে Realme 12x 5G ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত ডেট সামনে আসেনি, তবে আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানি এই ফোনটি সম্পর্কে ইন্টারনেটে টিজ করা শুরু করবে। এপ্রিল মাসের প্রথমার্ধেই এই ফোনটি ভারতে লঞ্চ এবং সেল শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
Realme 12X ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশ রেট ও 625 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Realme 12X ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসের যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 12GB RAM রয়েছে। এর সঙ্গে ফোনটিতে 12GB virtual RAM দেওয়া হয়েছে যার ফলে এই ফোনে মোট 24GB RAM (12GB+12GB RAM) এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 12X ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে আইপি54 রেটিং যোগ করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে এবং ফোনটির থিকনেস মাত্র 7.89 মিমি।