Technology

2 weeks ago

Oppo K12 কম দামে দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল,জেনে নিন দাম এবং ফুল স্পেসিফিকেশন

Oppo K12
Oppo K12

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃওপ্পো (Oppo)-এর K-লাইনআপের নতুন সংযোজন হিসাবে চীনের বাজারে আজ (24 এপ্রিল) পা রাখলো Oppo K12 স্মার্টফোনটি। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি এমাসের শুরুতে ভারতে আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 4 5G-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই এতে অনুরূপ স্পেসিফিকেশন রয়েছে। ফোনটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 চিপসেট, 15277 বর্গ মিলিমিটার গ্রাফাইট কুলিং সিস্টেম, একটি 4129 মিলিমিটার লিকুইড ভিসি এবং 5,500 এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন নতুন Oppo K12-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo K12 এর দাম এবং সেল

কোম্পানি চীনে Oppo K12 ফোনটি 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ভেরিয়েন্টেগুলির দাম যথাক্রমে 1,899 Yuan অর্থাৎ

(প্রায় 21,829.16 টাকা), 2,099 Yuan অর্থাৎ (প্রায় 24,620 টাকা), এবং 2,499 Yuan অর্থাৎ (প্রায় 28,726 টাকা) রাখা হয়েছে।

Oppo K12 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo K12 ফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 1100 নিটস অফ পীক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এতে অপ্টিকল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে স্টোরেজ এসডি কার্ড স্লটের সাহায্যে বাড়ানো যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,500mAh ব্যাটারি সহ 100W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়া এই ফোনে ইন হাউস ব্যাটারি হেল্থ ইঞ্জিন রয়েছে, যা চার বছর ব্যাটারি লাইফ দিতে সক্ষম।

ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন (OIS) 50-মেগাপিক্সেল ইমেজ সেন্সর এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo K12 ফোনের ফ্রন্টে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। ইউজারদের এই ফোনে সব সময় নতুন এবং ফ্রেশ ইউজার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য কোম্পানি এই ফোনে কয়েক বছর অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। তবে নির্দিষ্ট বছরের সংখ্যা জানানো হয়নি।


You might also like!