Technology

1 year ago

Oppo A78 এর দাম, জেনে নিন এই ফোনের নতুন দাম

Oppo A78
Oppo A78

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওপ্পো এই ৫জি-রেডি মিডরেঞ্জ ফোনটি ৯০ হার্টজের ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি অফার করে৷ আসুন তাহলে Oppo A78-এর দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A78 এর  দাম

কোম্পানি তাদের Oppo A78 ফোনটি 17,499 টাকা দামে লঞ্চ করেছিল।

কোম্পানি এবার এই ফোনের দামে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।

অর্থাৎ এখন এই ফোনটি মাত্র 16,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

এছাড়া ব্যাঙ্ক অফার প্রয়োগ করে ফোনটির দাম আরও কমে যাবে।

Oppo A78 ফোনটি 8GB RAM +128 স্টোরেজ মডেলে সেল করা হয়।

বাজারে এই ফোনের মিস্টিক ব্ল্যাক এবং এক্কা গ্রীন কালারে বেচা হয়।

Oppo A78 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo A78 ফোনে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসরে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM expansion টেকনোলজি দেওয়া হয়েছে। এর সাহায্যে এই ফোনে 16GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Oppo A78 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এ কাজ করে।


You might also like!