দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতিন বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট প্রতিশ্রুতির সঙ্গে ভারতে লঞ্চ হল নাথিং ফোন 2a। কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন যা এদিন কার্ল পেই-এর হাত দিয়ে ভারতে পা রাখল। ব্যাটারি, পারফরম্যান্স, ক্যামেরা, ব্রাইটনেস-সহ একাধিক জায়গায় উন্নতি করা হয়েছে বলে দাবি নাথিংয়ের। 20 হাজার টাকা থেকে 30,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটি।
নাথিং ফোন 2a দাম
এই ফোনের তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে - 8GB ব়্যাম + 128GB স্টোরেজ দাম 23,999 টাকা, 8GB ব়্যাম + 256GB স্টোরেজ দাম 25,999 টাকা এবং 12GB ব়্যাম + 256GB স্টোরেজ দাম 27,999 টাকা। অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন। ভারতের পাশাপাশি একই সঙ্গে বিশ্ব বাজারেও লঞ্চ হয়ে হয়েছে নাথিং ফোন 2a।
লন্ডনের টেক স্টার্টআপ হিসাবে যাত্রা শুরু করেছিল নাথিং। 2022 সালে প্রথম নাথিং ফোন 1 লঞ্চ হয়। তারপর 2023 সালে বাজারে আসে নাথিং ফোন 2। তারই উত্তরসূরি হিসাবে বাজারে প্রকাশ হল নাথিং ফোন 2a স্মার্টফোনের।
Nothing Phone 2a এর ডিজাইন
Phone 2a ফোনের ব্যাক প্যানেলে ইউনিক স্টাইলের হরাইজন্টাল ক্যামেরা মডিউল রয়েছে। এর পাশেই এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ডিভাইসের ব্যাক প্যানেলে তিনটি ছোট LED স্ট্রিপ লাইট যোগ করা হয়েছে। এর সঙ্গে গিল্ফ ইন্টারফেস রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে একটি লাল রঙের স্কোয়ার স্পট দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিভাইসে পাতলা বেজল এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
Nothing Phone 2a এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: নাথিং ফোন (2a) ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই Full HD+ ডিসপ্লের রেজোলিউশন 1080×2412 পিক্সেল। এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিটস পীক ব্রাইটনেস, HDR10+ এবং 394PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: ইউনিক ডিজাইনের নাথিং ফোন (2a) ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.8 জিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি মোবাইলটি AnTuTu টেস্টিঙে 741,999 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ এটি এই বাজেটের যথেষ্ট ভালো একটি অপশন।
স্টোরেজ: নাথিং ফোন (2a) ফোনে ব্র্যান্ডের পক্ষ থেকে 12জিবি র্যাম যোগ করা হয়েছে। ফোনের র্যাম বাড়ানোর জন্য এতে র্যাম বুস্টার টেকনোলজি রয়েছে এবং এর মাধ্যমে এই ফোনে 8জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যায়। অর্থাৎ এই ফোনে 20জিবি পর্যন্ত র্যাম উপভোগ করা যায়। এর সঙ্গে এই ফোনে 256জিবি মেমোরি দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nothing Phone 2a ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS এবং EIS সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং জন্য এই মোবাইলটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
ব্যাটারি: মিড-রেঞ্জ স্মার্টফোন Nothing Phone (2a)-তে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কোম্পানির নাথিং ওএস 2.5 ইউআই সহ পেশ করা হয়েছে। ব্র্যান্ড এই মোবাইলে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।
অন্যান্য: Nothing Phone (2a)-এ ডুয়েল সিম 5জি, ব্লুটুথ 5.3, ওয়াই-ফাই 6, NFC, লিনিয়ার হ্যাপটিক মোটর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, ফেস আনলক ফিচার, জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।